Template & Theme
হ্যালো লারাভেল ৫ । ৪
- Installation
- লারাভেল আড্ডা
- প্রধান কাঠামো বিন্যাস
- থিম / ফ্রন্ট এণ্ড সেটআপ
- ডাটাবেস আলাপ - (Database)
- রিলেশনশিপ
- কন্ট্রোলার - Controller
- রাউটিং - Routing
- কালেকশনস - Collections
- ইলোকোয়েন্ট ও আর এম (Eloquent ORM)
- Eloquent Model
- ফাইল সিস্টেম / স্টোরেজ
- লারাভেল ডাস্ক - Laravel Dusk
- ভ্যালিডেশনস (Validations)
- নেমস্পেস - Namespace
- MVC
লারাভেল ডাস্ক - Laravel Dusk
Laravel Dusk
ইন্সটলেশন
প্রথমে কম্প্রজার দিয়ে প্যাকেজ টা ইন্সটল করে নিতে হবে ।
|
এখন AppServiceProvider
এ use Laravel\Dusk\DuskServiceProvider;
রেজিস্টার করতে হবে ।
|
এখন dusk
ইন্সটল করতে হবে কম্যান্ড দিয়ে
|
tests
ডিরেক্টরি তে Browser
ফোল্ডার তৈরি হয়েছে । .env
ফাইল এ আপনার APP_URL
দিন । যারা localhost ব্যবহার করেন APP_URL=localhost:8000
। কাজ শেষ । টেস্ট করুন । টেস্ট ব্রাউজার ChromeDriver । আপনি চাইলে পরিবর্তন করতে পারবেন ।
|
এটা ডিফল্ট ExampleTest হতে টেস্ট । এখন নিজেদের মত করে টেস্ট করবেন ।
php artisan dusk:make RegisterTest
|
|
Powered by:
@code4mk