Eloquent Model

মডেল

মডেল ডাটাবেস এর সাথে যুক্ত । এম ভি সি তে আলোচনা করা হয়েছে , এক নজর দেখে নিতে পারেন টপিক টা ।

php artisan make:model Flight
php artisan make:model Flight --migration
php artisan make:model Flight -m

মনে রাখবেন মডেল নাম সব সময় ক্যাপিটাল লেটার (বড় হাতের) দিয়ে শুরু করতে হবে.

<?php
namespace App;
use Illuminate\Database\Eloquent\Model;
class Flight extends Model
{
//
}
<?php
namespace App;
use Illuminate\Database\Eloquent\Model;
class Flight extends Model
{
/**
* The table associated with the model.
*
* @var string
*/
protected $table = 'my_flights';
}

মডেল কে কিভাবে কন্ট্রোলার এ যুক্ত করবেন ?

ডাটাবেস এ দেখানো হয়েছে ডাটাবেস হতে ডাটা কিভাবে পাবেন । সেখানে দুইটা পদ্ধতি দেখানো হয়েছে একটা সরাসরি টেবিল নাম দিয়ে আর একটা মডেল দিয়ে ।