লারাভেল আড্ডা

হ্যালো লারাভেল !
hello laravel logo

লারাভেল কি ?

সবাইকে হ্যালো লারাভেল এর পক্ষ হতে জানাই শুভেচ্ছা ।

এখানে আমরা গল্পে গল্পে শিখব লারাভেল কি এবং এর জন্য প্রথমে কি কি শিখতে হবে।

আপনি যদি পিএইচপি অথবা ওয়েব ডিজাইন এ পরিচিত থাকেন , তাহলে আপনি ফ্রেমওয়ার্ক নাম এর সাথে পরিচিত বা জড়িত । পিএইচপি এর যতগুলো ফ্রেমওয়ার্ক আছে বর্তমান জনপ্রিয়তার তালিকাই রয়েছে লারাভেল ।।

লারাভেল পরিচিতিঃ


লারাভেল ওপেন সোর্স পিএচপি ফ্রেমওয়ার্ক । এর যাত্রা শুরু জুন ২০১১ হতে , মাত্র পাঁচ বছরেই এখন জনপ্রিয়তার শীর্ষে । লারাভেল এম ভি সি (MVC) প্যাটার্ন এ গঠিত । আমরা যে লারাভেল এর জন্য এতো সহজে ডাইনামিক ওয়েব বানাতে পারি , সেটা উপহার দিয়েছেন টেইলর ওটেল (@Taylor Otwel)

লারাভেল ভার্সনঃ

লারাভেল এর চলতি ভার্সন ৫.৪*

ভার্সন রিলিজ
১.০ জুন ২০১১
২.০ সেপ্টেম্বর ২০১১
৩.০ ফেব্রুয়ারি ২২ , ২০১২
৩.১ মার্চ ২৭ , ২০১২
৩.২ মে ২২ , ২০১২
৪.০ মে ২৮ , ২০১৩
৪.১ ডিসেম্বর ১১ , ২০১৩
৪.২ জুন ১ , ২০১৪
৫.০ ফেব্রুয়ারি ৪ , ২০১৫
৫.১ জুন ৯, ২০১৫
৫.২ ডিসেম্বর ২১ , ২০১৫
৫.৩ আগস্ট ২৩ , ২০১৫
৫.৪ জানুয়ারী ২৪ , ২০১৬
৫.৫ জুলাই ২০১৭

কম্পোজার

alt text

কম্পোজার হচ্ছে পিএইচপি প্যাকেজ ম্যানেজার | লারাভেল প্রোগ্রাম শুরু করার আগে আপনার মেশিন এ কম্পোজার ইন্সটল করে নিতে হবে । আপনার মেশিনে কম্পোজার আছে কি না টেস্ট করে নিবেন , উইন্ডোজ cmd composer

শুরুর আগে যা প্রয়োজনঃ

আপনার মেশিন এখন সহজেই লারাভেল প্যাকেজ ইন্সটল করতে পারবে । আপনার কমান্ডে গিয়ে কমান্ড করেন composer create-project --prefer-dist laravel/laravel hellolaravel

hellolaravel নামে একটা ফোল্ডার খুজে পাবেন , তাতে লারাভেল প্যাকেজ ।।

পছন্দের Atom Sublime visual studio যে কোন text editor ব্যবহার করেন , টার্মিনাল প্যাকেজ টা সক্রিয় করে নিয়েন ।।

আপনার টার্মিনাল এ গিয়ে php artisan serve । ব্রাউজার টাইপ করুন http://localhost:8000

Ready for More?

We’ve just briefly introduced the most basic features of Vue.js core - the rest of this guide will cover them and other advanced features with much finer details, so make sure to read through it all!